ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টিকটকে আসক্ত নিখোঁজ ৩ বোন যশোরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
টিকটকে আসক্ত নিখোঁজ ৩ বোন যশোরে

ঢাকা: ঢাকার আদাবর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া টিকটকে আসক্ত তিন বোনের অবস্থান শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা বর্তমানে যশোরে অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করেছেন তারা। বর্তমানে ওই তিন বোন যশোরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটের দিকে তারা আদাবরের শেখেরটেকের পিসিকালচারের খালার বাসা থেকে বের হন। এ ঘটনায় তাদের খালা সাজিদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাসা থেকে বের হওয়ার সময় তারা নিজেদের সার্টিফিকেট, টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

নিখোঁজরা হলেন- বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)। জয়নব ও খাদিজা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

র‌্যাব সূত্র জানায়, এ ঘটনায় জিডি লিপিবদ্ধ হওয়ার পর র‌্যাব-২ ও সদরদপ্তরের গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-২ এর একটি দল তাদের যশোরে শনাক্ত করে। নিখোঁজ ওই তিনজনকে হেফাজতে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন র‌্যাব সদস্যরা।

এদিকে নিখোঁজের পারিবার জানায়, তিন বোন টিকটকে আসক্ত ছিল। তাদের ধারনা টিকটকের মাধ্যমে কারও প্ররোচনায় প্ররোচিত হয়ে তিন বোন বাসা থেকে বের হয়ে যেতে পারে।

জানা যায়, তিন বছর আগে মা মারা যাওয়ায় এবং বাবা অন্য নারীকে বিয়ে করার পর ওই তিন বোন খিলগাঁওয়ে ছোটখালার বাসায় থেকে লেখাপাড়া করে। জয়নব ও খাদিজার এসএসসির পরীক্ষাকেন্দ্র ধানমন্ডি গার্লস হাইস্কুলে। সে কারণে আদাবরে বড় খালার বাসায় থেকে তারা পরীক্ষা দিচ্ছিল। গত ১৫ নভেম্বর একটি পরীক্ষা হয়েছে তাদের। আরও দুটি পরীক্ষা বাকি। পরীক্ষা শেষ না হতেই তারা তিনজন একসঙ্গে বাসা থেকে বেরিয়ে যায়।

আদাবর থানার উপ-পরিদর্শক আব্দুল মোমেন জানান, ওই বাসার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাদের তিনজনকে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের যেতে দেখা গেছে। তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ চলছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও সনদ নিয়ে নিখোঁজ হন তিন কলেজছাত্রী। ৫ দিন পর ৬ অক্টোবর মিরপুরে প্রবেশের সময় তাদের উদ্ধার করে র‌্যাব-৪ এর একটি টিম।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।