ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পূজার ফুল তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
পূজার ফুল তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পূজার ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুরেন্দ্রনাথ রায় (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ফুলখাঁর চাকলা বিলের পুকুর থেকে  তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সুরেন্দ্রনাথ উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের বাসিন্দা।

চাকিরপশার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুরেন্দ্রনাথ রায় শুক্রবার সকালে পূজার ফুল সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়। অনেক সময় হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারে সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে ফুলখাঁর চাকলা বিলের পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে নিজ বাড়িতে সৎকার করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।