ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জল জলা জঙ্গল রক্ষায় আইন বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জল জলা জঙ্গল রক্ষায় আইন বাস্তবায়নের দাবি জল জলা জমি জঙ্গল রক্ষা আন্দোলনের মানববন্ধন কর্মসূচি | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশের সব জল, জলা, জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণের উদ্দেশ্যে আইন বাস্তবায়নসহ বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে জল জলা জমি জঙ্গল রক্ষা আন্দোলন।

শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে লোভী মুনাফাজীবী ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের কবল থেকে প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

জল জলা জমি জঙ্গল রক্ষা আন্দোলনের আহ্বায়ক সুবল সরকার বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মিষ্টি পানির ভান্ডার বাংলাদেশ। অথচ অপরিকল্পিত শিল্পায়ন, আবাসন ও নগরায়নের নামে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে খাদ্য নিরাপত্তা ব্যাহত এবং জনস্বাস্থ্য ও পরিবেশ ধ্বংস করে চলেছি। ফলে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আবাদি জমি, দখল হচ্ছে খাল-নদী, দূষিত হচ্ছে নদীর পানি ও বায়ু। এছাড়া ইটভাটা ও বনদস্যুদের কারণে বন জঙ্গল হচ্ছে গাছপালাশূন্য।

সর্বগ্রাসী লোভী মুনাফাজীবী ব্যবসায়ীদেন কবল থেকে দেশের সম্পদ জল জলা জঙ্গল জমি রক্ষায় পাড়া, মহল্লা ও প্রতিষ্ঠানসহ সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

মানববন্ধনে বক্তাদের উত্থাপিত দাবিগুলো হলো—দেশের সব জল জলা জঙ্গল ও কৃষি জমি সংরক্ষণের উদ্দেশ্যে আইন বাস্তবায়ন; কৃষি জমিকে অকৃষি কাজে ব্যবহার বন্ধ করা; দেশের সব জল জলা জঙ্গল জমি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ সরকারি-বেসরকারি সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কোর গঠন করে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত করা এবং ঢাকাসহ সারাদেশে খাল-বিল, নদী-নালা, হাওর-বাওড়সহ সব জল জলা ভূমি দূষণমুক্ত ও পুনঃখনন করে পানির প্রবাহ নিশ্চিত করা।

এছাড়া দেশীয় মৎস্য ও জলজসম্পদ রক্ষা; ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা; বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার সব সম্পদ চিহ্নিত করে তার সর্বোচ্চ ব্যবহার সুরক্ষা নিশ্চিত করা; বনভূমি উদ্ধার করে সবুজ বনাঞ্চল তৈরি ও সংরক্ষণ এবং বনজ জীবজন্তুর অবাধ বিচরণ, বৃদ্ধিসহ তা সংরক্ষণ নিশ্চিক করা; সুন্দরবনসহ সব বন-জঙ্গল, পাহাড়-পর্বত রক্ষা; প্রকৃতি- পরিবেশ ধ্বংসকারী সব প্রকল্প বন্ধ করা; জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা; জল জলা কৃষি জমি সংশ্লিষ্ট সব কৃষক, ভূমিহীন, শ্রমিক, জেলে, ক্ষেত মজুরের জন্য রেশনিং ও পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা।

জল জলা জমি জঙ্গল রক্ষা আন্দোলনের আহ্বায়ক সুবল সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফয়েজ হোসেন, জাতীয় নেতা হারুনার রশিদ ভূইয়া, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জাহাঙ্গীর, আব্দুর মজিক মল্লিক, পরিবেশকর্মী হারুনুর রশিদ, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলি, মৎস্যজীবী নেতা মো. হারুন আখন্দ ও কৃষক নেতা সুলভ আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।