ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আদালতের কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
সড়ক দুর্ঘটনায় আদালতের কর্মচারী নিহত

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চেংগাড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোমিনুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল মেহেরপুর জজ কোর্টের পেশকার। তিনি উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়া এলাকার মোজুল ইসলাম ফরাজির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল মেহেরপুর জজ কোর্টে যাচ্ছিলেন মোমিনুল। পথে চেংগাড়া বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোমিনুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোমিনুল এক সন্তানের জনক। ছাত্রজীবন থেকে যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। পরে জজ কোটে পেশকার পদে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

মোমিনুলের মৃত্যুতে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।