ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে জমি নিয়ে বিরোধে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কাউখালীতে জমি নিয়ে বিরোধে ১ জনের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত হয়ে মো. জলিল হাওলাদার (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (২০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জলিল ওই উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলতলা গ্রামের মৃত আমজাদ হোসেন মুন্সি  হাওলাদারের  ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বেলায়েত হোসেন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান।   

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতে চাচা দেলোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে চাচা দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণীর ছাত্র জাবেদ হাওলাদার সৈকত তাকে পিটিয়ে আহত করে। ওই রাতে তাকে প্রথমে কাউখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।