ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় বিএনপির ২২ নেতার নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বরগুনায় বিএনপির ২২ নেতার নামে মামলা

বরগুনা: বরগুনায় গণ-অনশন কর্মসূচীতে জেলা যুবদল ও ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২২ জন নেতাকর্মীর নামে  মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর ) রাতে উপ-পুলিশ পরিদর্শক (এস আই ) রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন ।

মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক অহেদুজ্জামান ওয়াসিম, মো. আউয়াল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা যুবদল নেতা সোহানুর রহমান সোহান, সুজন মৃধা, রাকিবুল ইসলাম রাকিব, মোহাম্মদ জামিল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন, সাইদুর রহমান সৈয়দ, সালে আরাফাত অশ্রু, বশির পঞ্চায়েত, মেহেদী হাসান রাসেল, জসিম খাঁন, মোহাম্মদ সোহেল, মানছু মেম্বার, জুয়েল প্যাদা, মেহেদী হাসান রনি, আরিফ রেজা।

মামলার বাদী এস আই রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০ নভেম্বর সকালে রাস্তার দুপাশে নিরাপত্তায় থাকা পুলিশের ওপর হামলা করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।