ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘স্ত্রীকে হত্যা করেছি, আমাকে নিয়ে যান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
‘স্ত্রীকে হত্যা করেছি, আমাকে নিয়ে যান’

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মিনারাকে (২২) হত্যা করেছে স্বামী আমিনুল ইসলাম (২৮)।

শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১১টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। আমিনুল ওই গ্রামের শামছুলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আ. ছালাম বাংলানিউজকে জানান, মিনারাকে গলাটিপে হত্যা করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বাংলানিউজকে বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে বলেন, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। ’ এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে আমিনুল। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।