ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু  মো. সাহেদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সাহেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) ভোরের দিকে চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ বসুদুহিতা গ্রামের রহিম মিয়ার ছেলে। সে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশে বের হয় সাহেদ। এ সময় ঘটনাস্থলে দারাজ অনলাইন শপের (ঢাকা মেট্রো অ ১১-৫১৬৫) লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই কিশোরকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় সাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা কভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মৃদুল কান্তি কুরী বাংলানিউজকে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।