ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গ্রেফতার তিনজন

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২১ নভেম্বর) ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেফতাররা হলেন- বোয়ালমারীর পরমেশ্বদী গ্রামের মোকসেদ শেখের ছেলে সুজন শেখ (৩৮), একই উপজেলার বেড়াদি গ্রামের সাহাবউদ্দিনের ছেলে শাখাওয়াত হোসেন ও শঞ্জয় সাহা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বাংলানিউজকে জানান, গ্রেফতার ওই তিন জনের নামে নন জিআর, জিআর, সিআর মামলার ওয়ারেন্ট ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোরের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।