ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাইস মিলে বিস্ফোরণ: দগ্ধ ২ জনের মৃত্যু

 সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
রাইস মিলে বিস্ফোরণ: দগ্ধ ২ জনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে দগ্ধ বেলায়েত হোসেন (৬০) ও শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতে হযরত আলী (৫০) নামে দুই জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, নিহত দুই শ্রমিকের মধ্যে হযরত আলীর ৯৯ ও বেলায়েতের ৯৫ শতাংশ পোড়া ছিল। এখন ৬৫ শতাংশ দগ্ধ নিয়ে সিরাজুল ইসলাম (৬০) ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলাম, হযরত আলী , ও বেলায়েত নামে তিন শ্রমিক দগ্ধ হয়।  

রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্র নাথ জানান, রূপগঞ্জ উপজেলায় তারাবো গন্ধবপুরে তাদের রাইস মিল। দগ্ধ তিনজনই মিলের শ্রমিক। তারা সেখানে ধানের তুষ প্যাকেট করার দায়িত্বে ছিলেন। দুপুরে মিলের ব্রয়লার মেশিনের ‌‘হাকস ইয়ার্ড’ নামের একটি যন্ত্র ফেটে যায় এবং সেখান দিয়ে আগুনের ফুলকিতে তারা তিনজন দগ্ধ হয়।  

দগ্ধ সিরাজুলের ছেলে বলেন, দগ্ধ সবার বাড়ি গন্ধপপুর এলাকায়। তিনজনই তুষ প্যাকেটের কাজ করতেন। দুপুরে খবর পাই মিলে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার বাবাসহ তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।