ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে যুবককে অপহরণের চেষ্টাকালে ছয়জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
দৌলতপুরে যুবককে অপহরণের চেষ্টাকালে ছয়জন আটক প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল এলাকায় তরিকুল ইসলাম নামে এক যুবককে অপহরণের চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার (২১ নভেম্বর) দুপুরে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন।  

আটকরা হলেন- দৌলতপুর উপজেলার উয়াইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাবির শাহরিয়ার ওই একই এলাকার এ কে এম আজিজুল হকের ছেলে এ কে এম ফাহিমুল হক (২৪), সদর উপজেলার উত্তর সেওতা এলাকার শহিদ খানের ছেলে সাদনান হোসেন খান (৩০), বরগুনা জেলার মো. শাহাবুদ্দীনের ছেলে মো. শিমুল (২৮), ঢাকা জেলার তুরাগ কাউনিয়া এলাকার আলমঙ্গীর হোসেনের ছেলে তৌহিদুর রহমান (২৭), দৌলতপুর উপজেলার উয়াইল এলাকার এ কে এম সিদ্দিকুর রহমানের ছেলে এ কে এম সাজেদুর রহমান (৩৪)।

দৌলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বাংলানিউজকে বলেন, তরিকুল ইসলামকে অপহরণের চেষ্টাকালে ওই ছয় যুবকসহ দুটি প্রাইভেটকার আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।