ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় বালুবাহী ট্রাকচাপায় শামছুল হক (৪২) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
রোববার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোমতী নদী তীরবর্তী সড়কের পাথুরিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শামছুল হক কুমিল্লা আদালতের আইনজীবী সহকারী ছিলেন। তিনি নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, টিক্কারচর সড়ক হয়ে শামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার ওপরে রাখা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে কুমিল্লা কোতয়ালি থানায় নেওয়া হয়েছে।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।