ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর রাবার বাগানে কিশোরীর মরদেহ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
নিখোঁজের ২ দিন পর রাবার বাগানে কিশোরীর মরদেহ ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ২দিন পর রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল পুলিশ।

রোববার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 মিনা মিজাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে।  

কিশোরীর ভাই আবুল হোসেন জানান, শুক্রবার জিনিস কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় এরপর থেকে সে নিখোঁজ। শনিবার তারা এলাকায় মাইকিং করেন। রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে মিনার মরদেহ পাওয়া যায়। মিনা একটি মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়তো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।