ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ছাগল চড়াতে গিয়ে দেখলেন গাছে ঝুলছে স্বামীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ছাগল চড়াতে গিয়ে দেখলেন গাছে ঝুলছে স্বামীর মরদেহ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের উজিরপুরে চন্দ্র দাস (৫৫) নামে এক পানচাষির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কমলাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের বাসিন্দা, পেশায় পানচাষি।

পরিবার সূত্রে জানা গেছে, অনিল দাস বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে পানের বরজে করেছিলেন। বৈরি আবহাওয়ায় পানের দাম কম থাকায় এবং বরজে পানি ওঠায় কয়েক লাখ টাকার লোকসান হয়। এতে চরম বিপাকে পড়েন তিনি।

এ অবস্থায় সুদের টাকার জন্য মহাজনরা চাপ দিতে থাকায় তিনি আত্মহত্যা করতে পারে বলে জানান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার।

স্ত্রী শিল্পী রানী দাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের বাগানে ছাগল চড়াতে যাই। সেখানেই একটি রেন্ট্রি গাছের সঙ্গে স্বামী অনিল দাসের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটা হত্যা, নাকি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।