ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে চিরবিদায়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে চিরবিদায়! আলিম পরীক্ষার্থী আলমগীর হোসেন

মেহেরপুর: মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসার আলিম পরীক্ষার্থী আলমগীর হোসেন (২২)। প্রবেশপত্র ও বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটানায় শুধু সহপাঠী আর শিক্ষকদের কাছেই নয়, পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের শহরের মেহেরপুর জেলা শিল্পকলার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের হাটপাড়া এলাকার তৌফিকুল ইসলামের ছেলে। তিনি মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসার আলিম পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, আসন্ন আলিম পরীক্ষার প্রবেশপত্র ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে মাদরাসায় যান আলমগীর হোসেন। পরে এক সহপাঠির সঙ্গে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় যান। সেখান থেকে ফেরার সময়ে মেহেরপুর শিল্পকলা একাডেমির সামনে পৌঁছানো মাত্রই একটি চলন্ত ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন আলমগীর। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

তার মৃত্যুতে মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও নিজ গ্রাম গাঁড়াবাড়িয়াতে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়েছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।