ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মান্নারগাঁও গ্রামে নান্টু দাসের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কানাই দাসের পুত্র চয়ন দাস (৭) ও মান্নারগাও গ্রামের নান্টু দাসে পুত্র নিরব দাস (৫)।

পুলিশ জানায়, ১৫ দিন আগে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের চয়ন দাস তার মায়ের সঙ্গে খালার বাড়ি মান্নারগাঁও গ্রামে বেড়াতে আসে।

বিকেলে দুই শিশু বাড়ির ওঠানে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে যায়। ঐ সময় পানিতে ডুবে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে তাদের মরদেহ।

জীবিত থাকতে পারে এমন বিশ্বাসে শিশুদুটির স্বজনরা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বাংলানিউজকে জানান, খেলাধুলার এক পর্যায়ে দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তারা একে অপরের খালতো ভাই হয়।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।