ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকের কিচেনের পেছন থেকে উদ্ধার মরদেহ শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ঢামেকের কিচেনের পেছন থেকে উদ্ধার মরদেহ শনাক্ত

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কিচেনের পেছন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মনির হোসেন রাসেল (২৭)।

নিহতের মা রাশেদা বেগম তার পরিচয় শনাক্ত করেছেন। তিনি জানান, তাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে। তার বাবার নাম মৃত এস এম আমিন হোসেন।

নিহতের ভগ্নিপতি মো. ইয়াকুব জানান, মাকে নিয়ে মনির গাজীপুরে থাকতেন। রাজধানীর একটি মার্কেটে শাড়ির দোকানে কাজ করতেন তিনি। তার মেরুদণ্ডের জটিল সমস্যা ছিল। এরপর থেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। দুই মেয়ের বাবা তিনি। তবে তিনি অসুস্থ হওয়ার পর তার স্ত্রী স্মৃতি তাকে ছেড়ে অন্যত্র চলে যান।

হাসপাতাল সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের ৩ তারিখ ঢামেক হাসপাতালের ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মনির। গত মাসের ২২ তারিখ তাকে ওই ওয়ার্ড থেকে নতুন ভবনের ৫০২ ওয়ার্ডে নেওয়া হয়। সেখানকার ৩৭ নম্বর বেডে ভর্তি ছিলেন তিনি।

শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি জানান, তার মৃত্যু কীভাবে হয়েছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।  

আরও পড়ুন...
** ঢামেকের কিচেনের পেছনে যুবকের মরদেহ

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।