ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৪৮) নামে এক আনসার ব্যাটালিয়ান সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নাখালপাড়া ব্রিজের নিচের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল হাকিম ময়মনসিংহ সদর উপজেলার সুহিল গ্রামের হাসান আলী মৃধার ছেলে। বর্তমানে নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেলে আনসার ব্যারাকে থাকতেন এবং সংসদ ভবনে ডিউটি করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পলাশ ও হাসিনা বেগম জানান, নাখালপাড়া রেললাইন এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হাকিম। এ সময় তিনি রেললাইন অতিক্রম করছিলেন।
 
নিহতর সহকর্মী মো. মসলেম উদ্দিন জানান, আব্দুল হাকিম শেরপুর-১২ আনসার ব্যাটালিয়নে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি করতেন সংসদ ভবনে। রাতে ডিউটি ছিল তার। ডিউটি শেষ করে ব্যারাকে এসে ইউনিফর্ম পাল্টিয়ে নাস্তা করেন। পরে মোবাইলে টাকা ভরতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পথচারীরা তাকে ঢামেকে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে হাকিমের মরদেহ দেখতে পাই।

আনসার সদস্য আব্দুল হাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, আনসার সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।