ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভয়াবহ ডিওবি মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ভয়াবহ ডিওবি মাদক উদ্ধার

ঢাকা: দেশে এই প্রথম ভয়াবহ মাদক ডিওবি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১০০ ব্লটার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপঅঞ্চলেন সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিওবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক শ্রেণির মাদকের তালিকায় অন্তর্ভুক্ত। ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এ মাদক আনা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম এই মাদকের চালান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মঙ্গলবার বিকেলে তেজগাওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১ 
এসজেএ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।