ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন শফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন শফিকুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শফিকুল ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক তাকে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করে।

বরিশালের মেহেন্দিগঞ্জের কৃতী সন্তান শফিকুল ইসলাম ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। কর্মজীবনে তিনি ওয়াশিংটনে আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টসে ৬ সপ্তাহের প্রশিক্ষণ নেন এবং সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।