ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ইস্ফ্রাফিল সরদার নামে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ইস্রাফিল ওই গ্রামের সৌদি আরব প্রবাসী কনক সরদারের ছেলে।  

ইস্রাফিলের চাচা রাশেদুল ইসলাম রুবেল বাংলানিউজকে জানান, দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইস্রাফিল। এর কিছুক্ষণ পরেই ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে পুকুরটি থেকে ইস্রাফিলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।