ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হাসিম (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক হাসিম টেকনাফ সাবরাং ৭ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার রশিদ আহমদের ছেলে।

মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের কলাতলী রোড থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।