ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ ফকির (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার উত্তর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ ওই গ্রামের নুরু ফকিরের ছেলে।  

জানা গেছে, সকালে নিজ বাড়ির আঙ্গিনার একটি গাছ কাটছিলেন মোশাররফ। এ সময় গাছটির একটি ডাল পাশে থাকা বিদ্যুতের তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।