ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের সহায়তায় প্রতিবন্ধী জুলিয়া পেল তার মাকে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পুলিশের সহায়তায় প্রতিবন্ধী জুলিয়া পেল তার মাকে  

নাটোর: ঢাকার উত্তরা থেকে হারিয়ে গিয়েছিল জুলিয়া আক্তার (২০) নামে এক প্রতিবন্ধী মেয়ে। ফেসবুকে একটি পোস্ট আর পুলিশের মানবিকতায় হারিয়ে যাওয়া সেই মেয়েটি ফিরে পেলো তার আপন ঠিকানা।

 

গত সোমবার (২২ নভেম্বর) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন থেকে  জুলিয়াকে উদ্ধার করে পুলিশ।  

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উদ্ধার হওয়া ওই প্রতিবন্ধী মেয়েটিকে তার মমতাময়ী মা জাহানারা বেগম ও খালার কাছে হস্তান্তর করেন। এসময় মা ও খালাকে দুইদিন পরে কাছে পেয়ে প্রতিবন্ধী জুলিয়া আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। একইসঙ্গে হারিয়ে যাওয়া মেয়েকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন মা ও খালা। এসময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।  

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জুলিয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে। অনেকদিন আগে তার বাবা মারা গেছেন। মায়ের কাছে তার বেড়ে ওঠা। ঢাকার উত্তরা এলাকায় নিজ বাড়িতেই মায়ের সঙ্গে থাকে জুলিয়া।  

গত রোববার (২১ নভেম্বর) বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জুলিয়া। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এতে হতাশ হয়ে পড়েন তার মা জাহানারা বেগম ও স্বজনরা। প্রতিবন্ধী মেয়েকে হারিয়ে ছটফট করতে থাকেন তার মা। এ অবস্থায় স্বজনদের নিয়ে মেয়েকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথায় পাবেন তার মেয়েকে?  তিনি বারবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর তার চেষ্টা নিষ্ফল হয়। অবশেষে নলডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মেয়েটির সন্ধান মেলে।  

পরে পুলিশের সহায়তায় নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় থেকে তার মেয়েকে উদ্ধারের পর ছবিসহ ফেসবুকে পোস্ট দেওয়া হয়। পাশাপাশি জুলিয়াকে নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়।  

এরপর ফেসবুকে দেওয়া পোস্টটি মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে উত্তরা এলাকায় বসবাসরত রাসেল নামে এক যুবকের চোখে পড়ে। ফেসবুকে দেয়া জুলিয়ার ছবি দেখে চিনতে পারেন ওই যুবক। এক পর্যায়ে ওই যুবক নলডাঙ্গা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জুলিয়ার পরিবারে সন্ধান দেন।  এরপর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে নলডাঙ্গা থানায় ডেকে পাঠানো হয়।  

খবর পেয়ে সন্ধ্যায় প্রতিবন্ধী জুলিয়ার মা জাহানারা ও তার এক খালা নলডাঙ্গা থানায় আসেন এবং জুলিয়ার পরিচয় নিশ্চিত করেন। পরে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জুলিয়াকে তার মা-ও খালার কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রোববার সন্ধ্যার দিকে ঢাকার উত্তরা এলাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভুল করে ট্রেনে ওঠে পড়ে জুলিয়া। পরে রাতের কোনো এক সময় নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে নেমে পড়ে। সোমবার সকালে মেয়েটি মাধনগর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।  

খবর পেয়ে ওই মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। শেষ পর্যন্ত ফেসবুকের পোস্ট, পুলিশি সহায়তা আর ফেসবুক বন্ধুদের  সহযোগিতায় সেই প্রতিবন্ধী মেয়েটি ফিরে পেল তার মাকে।  

ওসি বলেন, সন্ধ্যায় জুলিয়াকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সঙ্গে জুলিয়ার খালাও এসেছিলেন। তারা মেয়েটিকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।  

এদিকে আবেগপ্লুত জাহানারা বেগম বাংলানিউজকে জানান, ভাবতেও পারেননি এতো সহজে তিনি তার মেয়েকে খুঁজে পাবেন। পুলিশের মানবিকতায় আজ তার মেয়ের সন্ধান পেয়েছে। এজন্য তিনি নলডাঙ্গা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।