ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যে কোনো সময় ভেঙে পড়তে পারে বেতুয়া খালের ব্রিজটি

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
যে কোনো সময় ভেঙে পড়তে পারে বেতুয়া খালের ব্রিজটি জরাজীর্ণ এই ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার লালমোহনে তিন গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ বেতুয়া খালের ব্রিজটি চরম ঝুঁকিতে রয়েছে।  

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চরম ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের হাজারো মানুষ।

 

এ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়েই রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, টেম্পো, মোটরসাইকেল এবং মানুষজন চলাচল করছে। মাঝে মধ্যেই ছোট-বড় বড় দুর্ঘটনা ঘটছে।

সেখানে গিয়ে দেখা গেছে, লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বেতুয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির রেলিং ভেঙে গেছে। অনেক স্থানে স্লাব ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফাতেমাবাদ, চাঁদপুর ও অন্যদা প্রসাদ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তায় এ ব্রিজটি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বর্তমানে ব্রিজের উভয় পাশের ব্রিজের চারপাশে ফাটল সৃষ্টি হয়েছে। পুরো ব্রিজটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে। স্থানীয়রা বাঁশ এবং কাঠ দিয়ে ছোট খাট মেরামত করলেও মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এতে প্রায়ই আহত হচ্ছেন পথচারী, যাত্রী এবং এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোসলে উদ্দিন ও হুমায়ুন কবির জানান, প্রায় পাঁচ/ছয় বছর ধরে ব্রিজটির জরাজীর্ণ দশা। আমরা গ্রামবাসী বাঁশ এবং কাঠ দিয়ে কোনো রকম চলাচলের উপযোগী করেছি, কিন্তু তাতেও যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। এ ব্রিজটি আমাদের একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দা সাহেব আলীসহ অন্যরা জানান, ব্রিজটি মেরামতের জন্য বার বার জানালেও আজও এটি মেরামত করা হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সাহাবুদ্দিন বলেন, ব্রিজটি ভাঙা থাকায় গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, আয়রন ব্রিজটি ২০/২৫ বছর আগে নির্মিত হয়েছে। বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ওই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।