ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের একজন ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ করে রাখেন নটর ডেমের শিক্ষার্থীরা।

এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে এ ঘটনার সঙ্গে জড়িত চালকের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। নটর ডেমের কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন।

একইসঙ্গে ছাত্র হত্যার বিচার চেয়ে নটর ডেমের শিক্ষার্থীদের এ আন্দোলনে যেন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখার ব্যাপারেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।