ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিন: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিন: খেলাফত মজলিস

ঢাকা: গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৫নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যৌক্তিক।

স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই শিক্ষার্থীরা এই ন্যায্য দাবি করে আসছে। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও তৎপরবর্তিতে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির কারণে বর্তমানে শিক্ষার্থীদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সঙ্গে একমত পোষণ করছি।

তারা অবিলম্বে সব গণপরিবহনে আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি রাজধানীসহ দেশে নিরাপদ সড়কের জন্য অবিলম্বে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।