ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গুলশানে ভবনে আগুন

ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর শাহাদাত।  

তিনি বলেন, বিকেল ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ১২ তলা ভবনের ১০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভবনটি আবাসিক না কমার্শিয়াল এখনো জানা যায়নি।

গুলশান থানার (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।