ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ছাগলনাইয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ৩

ফেনী: ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) রাতে ৩ নং পূর্ব দেবপুর এলাকার সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনসহ তার সমর্থকরা সদ্য নির্বাচিত ইউপি সদস্য মিয়া পাটোয়ারীর সমর্থক নুর হোসেন বাচ্চুর বাড়িতে এ হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রিপুল ইসলাম জানান, ইউপি নির্বাচনে মেম্বার পদে হেরে যাওয়ায় সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী নুর হোসেন বাচ্চুর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা বাড়ির ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আবুল কালামসহ তিনজনকে গুরুতর আহত করে তার কাছে থাকা নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।