ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ আটক ‘সন্ত্রাসী’ রইক্কা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
টেকনাফে অস্ত্রসহ আটক ‘সন্ত্রাসী’ রইক্কা 

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের দুর্ধর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম ওরফে রইক্কা (৩৪) আটক করেছে এপিবিএন। এ সময় তার কাছে থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) রাতে এ খবর নিশ্চিত করেছে এপিবিএন সূত্র।

আটক আব্দুর রহিম ওরফে রইক্কা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘ডি’ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক ত্রিকুল ইসলাম তারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ১৬ এপিবিএনের একটি দল ওই ক্যাম্পে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী রইক্কাকে অস্ত্রসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক সন্ত্রাসী রইক্কা একাধিক মামলার পলাতক আসামি। এছাড়াও তিনি ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।