ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহন শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহন ও তার দুই বন্ধু সোমবার রাতে মোটরসাইকলে করে খান্দার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। খান্দার পাসপোর্ট অফিস পার হয়ে শেহা প্যালেসের সামনে কয়েকজন যুবক মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর পর বাঁশ দিয়ে তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় দুই যুবক পালিয়ে গেলে মোহনকে রাস্তায় ফেলে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মোহন মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক ( এসআই) আবুল কালাম আজাদ জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। তবে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।