ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ধানমন্ডিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: নয় দফা দাবিতে ধানমণ্ডির ২৭ নম্বরে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষেভ শুরু করেন তারা।

সড়ক অবরোধে অংশগ্রহণ করেন- নটরডেম কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল কমার্স কলেজ, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ এবং গভমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করোসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ধানমন্ডি ২৭নম্বর সড়কের তিন পাশেই দীর্ঘ যানজট লেগে রয়েছে। তবে শিক্ষার্থীরা এ সময় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিবহন যেতে সহযোগিতা করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

০১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

০২. ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

০৩. গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

০৪. সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

০৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে (এক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে)।

০৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।

০৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

০৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে।

০৯. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেডএ/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।