ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এদুর্ঘটনা ঘটে ।

নিহত ওই ছাত্রী চট্রগ্রামের নাসির উদ্দিনের মেয়ে নুসরাত জাহান। তারা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকার বাসা ভাড়া করে বসবাস করতো। ওই ছাত্রী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী যাচ্ছিলো। ওই স্কুলছাত্রী তার বন্ধুকে নিয়ে রেল লাইনে ঘুরতে যায়। পরে ওই ছাত্রী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।