ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার থেকে সচল হবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
বৃহস্পতিবার থেকে সচল হবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন  বেনাপোল এক্সপ্রেস ট্রেন ।

বেনাপোল(যশোর): করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে পুনরায় সচল হবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম।

 

এসময় তিনি জানান, করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় বাংলাদেশ রেল বিভাগ। তবে বর্তমানে করোনা সংক্রমণের হার কমে আসায় বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।  

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকে। করোনাকালীন দেশের সব ট্রেন বন্ধ হলে বেনাপোল-ঢাকাগামী আন্তঃনগর এ ট্রেনটি সরকার বন্ধ করে দেয়। তবে বেশ কিছুদিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও চালু হয়নি বেনাপোল এক্সপ্রেস। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে ভারতে যাতায়াতকারী অসুস্থ পাসপোর্টধারী যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে আবারও চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। দেরিতে হলেও ট্রেনটি চালু হওয়ায় মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন তিনি।  

জানা যায়, বেনাপোল থেকে ঢাকায় যেতে পরিবহনে সময় লাগে ১২-১৪ ঘণ্টা। সড়কে যানজট বা আবহাওয়া খারাপ হলে অনেক সময় দ্বিগুন সময় লেগে যায়। এক্ষেত্রে ট্রেনে নির্বিঘ্নে মাত্র সাড়ে সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে একদিন বুধবার বিরতি দিয়ে প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে যায় ঢাকাতে এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে ছেড়ে আসে বেনাপোল একপ্রেস। বেনাপোল থেকে ঢাকা যাত্রী প্রতি এসিতে ভাড়া ১১১৬ টাকা, নন এসিতে ৪৮৫। ঢাকা থেকে এসি শ্লিপার ভাড়া ১৭৮১ টাকা, নন এসিতে ৪৮৫ টাকা।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।