ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় জুনায়েদ হোসেন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুগরাগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই গ্রামের নাসির উদ্দীনের ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের রাস্তায় খেলছিল জুনায়েদ। এ সময় একটি ভ্যান তাকে ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।