ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীরে বিষ ঢুকিয়ে নানা শ্বশুরকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
শরীরে বিষ ঢুকিয়ে নানা শ্বশুরকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে সাবেক নাত জামাইয়ের বিরুদ্ধে।  

বুধবার (১ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

শামসুল শেখের (৭৫) বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহ পাড়ায়।  

শামসুল শেখের স্ত্রী সুফিয়া বেগম বলেন, দেড় বছর আগে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের হাসান আলীর সঙ্গে আমার নাতনি কমলা খাতুনের বিয়ে হয়। হাসান আলী নির্যাতন করায় তাকে ডিভোর্স দেয় কমলা। তারপর থেকে কমলা খাতুন আমাদের বাড়িতেই থাকত। গত তিন মাস আগে কমলাকে ফুঁসলিয়ে নিয়ে আবার বিয়ে করে হাসান।  
গত সোমবার হাসান আমাদের বাড়িতে এলে আমাদের সঙ্গে তার ঝগড়া হয়। রাতে আমার স্বামী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। এসময় হাসান আমার স্বামীর ঘাড়ে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন তিনি। আমার স্বামী অসুস্থ অবস্থায় বলেছিলেন, হাসান সিরিঞ্জের ভেতর বিষ দিয়ে আমার ঘাড়ে পুশ করেছে।   

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, বিষক্রিয়ায় শামসুল শেখের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি মৃতের পরিবার। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।