ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি

ভোলা: ভোলার লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের সেঙ্গে ধাক্কায় দিপক চন্দ্র দে (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপক ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেসর চন্দ্র দের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয় সূত্র জানায়, ভোলা থেকে মোটরসাইকেলযোগে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন দিপক। পথে আবুগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি নসিমনের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিপকের মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক নসিমনটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।