ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনের প্রবেশ মুখে রেলস্টেশন থেকে লালমনিরহাটগামী কমিউটার ৬২ আপ লোকাল ট্রেনের বগি (নম্বর ৯৩৮৪) লাইনচ্যুত হয়েছে। ভেঙে গেছে লেভেল ক্রসিংয়ের ১৫ নম্বর পয়েন্টের টান রেল।

এতে পার্বতীপুর থেকে রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মিটারগেজ সেকশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ১টার দিকে পার্বতীপুর রেলস্টেশন উত্তরে লেভেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।
 
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শারমিন আক্তার বাংলানিউজকে জানান, কীভাবে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়েছে তাদের বোধগম্য নয়। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী দুইটি বগি রেখে ৬টি বগি নিয়ে লালমনিরহাটের দিকে কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। তবে, বগিটি উদ্ধারের জন্য দুপুর দুইটার দিকে পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) এনে বিকেল ৩টা ১০ মিনিটে লাইনচ্যুত বগিটি (নম্বর ৯৩৮৪) উদ্ধার করে। বিকেল ৪টার দিকে লাইন ক্লিয়ার হওয়ার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

পার্বতীপুরে কর্মরত রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুইচ কেবিন মাস্টার ও লাইন খালাসীদের গাফিলতির কারণেই বগিটি লাইনচ্যুত একই স্থানে বার বার লাইনচ্যুতের ঘটনা ঘটছে়। তবে, ওই কর্মকর্তা আরও বলেন, ট্রেনের গতি কম থাকায় কমিউটার যাত্রীবাহী ট্রেনের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  

এ ঘটনায় বিকেলে বিভাগীয় ট্রান্সপারেন্স ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-টি) ছহির উদ্দীনকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর তিন সদস্যরা হলেন- রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী (হেড টিক্স আর) প্রকৌশলী রায়হানুল ইসলাম, ঊর্ধ্বতন উপ-সহকারী (ওয়ে/পার্বতীপুর) আল আমিন পলাশ ও ঊর্ধ্বতন উপ-সহকারী (লোকো) কাফিউল ইসলাম। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।