ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইতনা ইউপি চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
ইতনা ইউপি চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামানকে (৫০) লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলায় এ হামলার ঘটনা ঘটে।

তিনি চরদৌলতপুর গ্রামের শেখ আব্দুল মান্নানের ছেলে।

মনিরুজ্জামান ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকাবাসী জানান, তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় একদল সন্ত্রাসী তার গতিরোধ করে তার ওপর হামলা করা হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তার ওপর এই হামলা হয়েছে। তার মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের দাগ রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বাংলানিউজকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বা পূর্ব শত্রুতার জেরে ওই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।