ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের দুইদিন পর ইয়াসিন মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাখরনগর গ্রামের এক ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়াসিন ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইয়াছিন বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় তার খোঁজ করেন। কিন্তু সন্ধান পায়নি। পরবর্তীতে রাতে পরিবার থেকে অজ্ঞাতদের আসামি করে রায়পুরা থানাতে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ইয়াছিনের সন্ধানে পুলিশ তদন্তে নামে। এরই প্রেক্ষিতে শুক্রবার  সকাল সাড়ে ১০টার দিকে বাখর নগর গ্রামের এক ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোবিন্দ সরকার বলেন, নিহতের পরিবার অপহরণ মামলা দায়েরের সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি। পরে আজ ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আগের অপহরণ মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তর হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।