ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হানাদারমুক্ত দিবসে বরগুনা পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
হানাদারমুক্ত দিবসে বরগুনা পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ হানাদারমুক্ত দিবসে বরগুনা পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

বরগুনা: মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। এ দিনকে স্মরণীয় রাখতে বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ পৌর নাগরিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু কমপ্লেক্স চত্বরে বরগুনা জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান গৌরবময় দিনটির স্মরণে ২৪ ঘণ্টা ফ্রি অ্যাম্বুলেন্সে সার্ভিস দেওয়ার কথা জানিয়েছেন।

নতুন এ অ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। এখন থেকে শুধুমাত্র বরগুনা পৌর এলাকার নাগরিকরা বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সে সার্ভিস সেবা নিতে পারবেন। সার্ভিস নেওয়ার জন্য ০১৭২০৬৬৬৬৯১ এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এতে যেমন সময় সাশ্রয় হবে তেমনি আর্থিকভাবে অস্বচ্ছল নাগরিকরাও পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে নগরবাসীর স্বপ্ন পূরণ হলো। আগে কেউ অসুস্থ হলে এদিক সেদিক ফোন করতে হতো, আবার কোনো কোনো সময় বিভিন্ন অজুহাতে অ্যাম্বুলেন্স কয়েকগুণ বেশি ভাড়া নিতো। এখন আর আমাদের ভোগান্তি পোহাতে হবেনা।

এ বিষয়ে অ্যাডভোকেট কামরুল আহসান বাংলানিউজকে বলেন, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ছিলে আমার নির্বাচনী অঙ্গিকার। সম্মানিত পৌরবাসীর দোয়ায় আজ অঙ্গীকার পূরণ করতে পেরেছি। এ এলাকার কোনো নাগরিক বিনা চিকিৎসায় আর কষ্ট পাবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনের সদস্যসহ সাধারণ নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।