ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তিতাস গ্যাসের সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
তিতাস গ্যাসের সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত বিক্রয় সহকারী ও সাবেক সাধারণ সম্পাদক সিবিএ নেতা ফারুক হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বুধবার (০৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, ফারুক হাসান দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তিনি ১ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অবৈধ পন্থায় বে-নামে অর্জন করে তা দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় ও শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।