ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

নেত্রকোনা: বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। এ দিনে নেত্রকোনা হানাদার মুক্ত হয়।

 জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি।

একাত্তরের এ দিনে জেলা শহরের কৃষি ফার্ম এলাকায় মুক্তিযোদ্ধা ও পাক-সেনাদের মধ্যে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটে, মুক্ত হয় নেত্রকোনা। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা আবু খা, আব্দুর রশিদ ও আব্দুর সাত্তার শহীদ হন।

দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাস্কর্য প্রজন্ম শপথ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।