ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ফে‌রি থে‌কে প‌ড়ে যাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
পদ্মায় ফে‌রি থে‌কে প‌ড়ে যাত্রী নিখোঁজ

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ফেরি কেরামত আলী থেকে পড়ে মোজাফ্ফর হোসেন নান্নু (৭০) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

নান্নুকে উদ্ধারে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে অভিযান শুরু করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবরি দল।

তবে দুপুর ১টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে ৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নান্নুর বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।

জানা যায়, রাতে মোজাফ্ফর হোসেন নান্নু মেয়ের সঙ্গে লালন পরিবহনের একটি বাসে করে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি ৫ নম্বর ঘাট দিয়ে কেরামত আলী ফেরিতে ওঠে। ফেরিতে ওঠার পর ওই বৃদ্ধ বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়ান। এ সময় পন্টুনের সঙ্গে ফেরির ধাক্কার ঝাকুনিতে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ফেরির পকেট গেট থেকে পড়ে নিখোঁজ যাত্রীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। তবে দুপুর পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।