ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গাঁজা গাছসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বাগেরহাটে গাঁজা গাছসহ আটক ১ বাগেরহাটে গাঁজা গাছসহ আটক ১

বাগেরহাট: বাগেরহাটে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ নিজাম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নিজামকে আটক করা হয়।

নিজাম পাইকপাড়া গ্রামের লুৎফার রহমান শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তকিবুর রহমানের নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজামকে আটক করে। পরে নিজামের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর সংলগ্ন পানের বরজের পাশ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিজামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।