ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
নেত্রকোনায় যুবককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশাদ মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে মেরেছে প্রতিপক্ষের সদস্যরা।  

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে তিনি মারা যান।

আশাদ সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা (বগাটিয়া) গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।

এ ঘটনায় মজনু মিয়া (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাংধরকান্দা গ্রামের কামাল মিয়ার সঙ্গে উলুকান্দা গ্রামের আব্দুল্লাহর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মীমাংসার জন্য উলুকান্দা এলাকায় গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বসে।

এসময় দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কামাল মিয়াসহ তার লোকজন আব্দুল্লাহর ছেলে আশাদকে বেধড়ক মারপিট করে আহত করেন। পরে স্বজনেরা তাৎক্ষণিকভাবে আশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।