ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার-জেন্ডার সমতা নিয়ে ২ দিনব্যাপী সম্মেলন 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
মানবাধিকার-জেন্ডার সমতা নিয়ে ২ দিনব্যাপী সম্মেলন 

‘বাংলাদেশের ৫০ বর্ষপূর্তি: তুলনামূলক সংবিধানিকতা, মানবাধিকার এবং লিঙ্গ সমতা’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১০ ডিসেম্বর) ও শনিবার অনুষ্ঠিত এই সম্মেলন অনলাইন প্ল্যাটফর্ম জুম, ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হয়।

 

বাংলাদেশ লিগ্যাল অ্যাইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও মানবাধিকার বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ইউনেস্কো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (ইউএমএসএআইএলএস) যৌথভাবে বাংলাদেশের ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই ভার্চ্যুয়াল কনফারেন্সের আয়োজন করে।  

সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল তরুণ গবেষক, শিক্ষাবিদ এবং আইন, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবাধিকার ও সংশ্লিষ্ট অন্য বিষয়ের পিএইচডি শিক্ষার্থীদের নতুন ও অপ্রকাশিত গবেষণাসমূহ উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম তৈরী করা, যেখানে তরুণ গবেষকরা ঐতিহাসিক ও উদীয়মান বিষয়াদির ওপর এবং বাংলাদেশে আইন, অধিকার ও ন্যায়বিচার সংশ্লিষ্ট উদ্ভাবনের ওপর আলোচনা করবেন।  

এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষাবিদ, সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি কাজ করছেন—এমন ব্যক্তি ও অধিকার কর্মীদের একত্রিত করা হয়।  

সম্মেলনের প্রথম অধিবেশনটি ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্রমবিকাশ: প্রাতিষ্ঠানিক প্রেক্ষিত। দ্বিতীয় অধিবেশনটি গুরুত্বারোপ করে নারী অধিকার ও আইনগত উপলব্ধির ওপর। তৃতীয় অধিবেশনটি সাংবিধানিক অধিকার ও প্রতিকার এর ওপর আলোকপাত করে।

সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন অধ্যাপক মনন আহমেদ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; অধ্যাপক আজিজ হক, ইউনিভার্সিটি অফ শিকাগো; ড. সিনথিয়া ফরিদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট; অধ্যাপক দিনা সিদ্দিকী, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি; অধ্যাপক শাহনাজ হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ফস্টিনা পেরেরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।  

অধিবেশনগুলোর সঞ্চালনায় ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউএপির আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।  

সম্মেলনে গায়ন্তী রানাতুঙ্গা, জয়া যাদব, পিটার রিড, সালওয়া হক, সাদিকা হক মনিয়া এবং তাকবির হুদাসহ বাংলাদেশ ও বিদেশের শিক্ষাবিদ এবং তরুণ গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।