ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুরে ১২০০ কয়েদিকে দেওয়া হলো করোনার টিকা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
কাশিমপুরে ১২০০ কয়েদিকে দেওয়া হলো করোনার টিকা কাশিমপুরে ১২০০ কয়েদিকে দেওয়া হলো করোনার টিকা

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এ প্রায় এক হাজার ২০০ কয়েদিকে করোনার টিকা দেওয়া হয়েছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনুষ্ঠানিকভাবে কয়েদিদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. আবু সায়েম জানান, এ কারাগারে বন্দি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত প্রায় ৬০০ কয়েদিকে টিকা দেওয়া হয়েছে। তাদের সবার বয়স ১৮ বছরের ওপরে। পর্যায়ক্রমে সব কয়েদি এবং হাজতিদের করোনার টিকা দেওয়া হবে।  

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার রীতেশ চাকমা জানান, এ কারাগারেও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬০০ কয়েদিকে করোনা টিকা দেওয়া হয়েছে।  

টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, জেলার আবু সায়েম ও রীতেশ চাকমাসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।