ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার কম্বল পেল তিস্তাপাড়ের শীতার্ত মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বসুন্ধরার কম্বল পেল তিস্তাপাড়ের শীতার্ত মানুষ

লালমনিরহাট: দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়েছে লালমনিরহাটের তিস্তাপাড়ের শীতার্ত জনগণ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর।

 

জানা গেছে, দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার পাশাপাশি সামাজিক উন্নয়নসহ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বন্যার্তদের মতো দুর্যোগ কবলিত ও করোনার কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জনগণের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় বসুন্ধরা গ্রুপ। এছাড়া শীতে সারাদেশে শীতার্ত ছিন্নমূল জনগণের হাতেও উপহার হিসেবে কম্বল বিতরণ শুরু করেছে বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে তিস্তা ও ধরলা নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের সদর ও কালীগঞ্জ উপজেলায় সাড়ে সাতশ’ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।  

কম্বল নিতে আসা আলীজন বেওয়া (৬২) বলেন, নদীর পাড়োর থাকি বাপু। বাতাস শুরু হইলে ঘরোত থাকাও যায় না। দিনোত যেমন তেমন, রাইত হইলে আর থাকা যায় না। নিন্দও (ঘুম) ধরে না বাহে। কম্বল পাইছি আইজ যদি একনা নিন্দ হয়। যায় (যিনি) কম্বল দিলো, আল্লাহ তাকে ভালো থুক, মেলা (দীর্ঘ) দিন বাঁচি রাখুক।

হুইল চেয়ারে কম্বল নিতে আসা বৃদ্ধ রফিক উদ্দিন (৮৭) বলেন, শহরের কলোনিতে কোনো রকম ছায়লা ঘরোত থাকি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাইত কাটে বাহে। নিন্দ তো ধরে না ঠান্ডায়। পাতলা একনা কম্বল এক পাশে টানলে অন্য পাশে ঠান্ডা লাগে। আইজ(আজ) একটা কম্বল পাইছি। এখন আর ঠান্ডা লাগবে না বাহে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করমো বাহে। যায় (যিনি) কম্বল দিছেন, তাকে আল্লায় যেন ভালো রাখেন।  

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর বলেন, বসুন্ধরা ব্যবসার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে মানবতার হাত বাড়িয়ে দিয়ে আসছে, যা নিসন্দেহে প্রশংসার দাবিদার। বন্যা, করোনা, শীত- সব দুর্যোগে সবার আগে মানবতার হাত বাড়িয়ে দেশবাসী ও সরকারকে কৃতার্থ করেছে বসুন্ধরা গ্রুপ।  

শীতবস্ত্র নিয়ে তিস্তাপাড়ের ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বসুন্ধরার কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।  

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপেই দেশের সব দুর্যোগে সর্বপ্রথম মানবতার পাশে দাঁড়ায়। যা স্মরণীয় হয়ে থাকবে। বসুন্ধরাই প্রমাণ করেছে, মানুষ মানুষের জন্য। শুধু ব্যবসা নয়, মানুষের কল্যাণে সর্বদাই নিবেদিত প্রাণ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।  

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

অ্যাভোকেট সায়েম উল আলম লাভলুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কবি সাহিত্যিক ফেদৌসী বেগম বিউটি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মলিনা ইয়াসমিন, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য তকির হোসাইন মান্না, শরীফ মাহদী আশরাফ জীবন, শাহ হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম, স্থানীয় সংবাদকর্মী আশিকুর রহমান ডিফেন্স, রেজাউল করিম মানিক, খোরশেদ আলম সাগর, তন্ময় আহমেদ নয়, হাসান মাহমুদ ও মামুন সরকারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।