ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মহানন্দায় ভাঙনরোধে সাময়িক ব্যবস্থা, কাটেনি আতঙ্ক 

এ কে এস রোকন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
মহানন্দায় ভাঙনরোধে সাময়িক ব্যবস্থা, কাটেনি আতঙ্ক  মহানন্দা গিলছে পাড়। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পালপাড়া ও পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার ইসলামপুরের নন্দলালপুর এবং বাঙ্গাবাড়ীর বজ্রনাথপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর তীরে হঠাৎ ভাঙন শুরু হয়। চলতি মাসে এই ভাঙন নিয়ে একটি প্রতিবেদন করে বাংলানিউজ

এরপর পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার মাধ্যমে সাময়িক ভাঙনরোধ করে। তবে, পালপাড়ের উচ্চতা অনেক বেশি হওয়ায় স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হওয়ায় আতঙ্কে দিন পার করছেন ভুক্তভোগীরা।

নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্পের হঠাৎ ধসটি এখন বন্ধ রয়েছে। তবে, সুন্দরী রানির বাড়িতে ফাটল ধরায় তিনি এখনও আতঙ্কে রয়েছেন। এদিকে প্রতিবেদন প্রকাশের পর ভাঙন অংশে ১২শ জিও ব্যাগ ফেলার মাধ্যমে সাময়িক ভাঙন বন্ধ করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে সুন্দরী রানি বাংলানিউজকে জানান, ভাঙনের কারণে তার একটি ঘরের আংশিক আগেই ধসে গেছে এবং জিও ব্যাগ ফেলার পরও তার পাশের ঘরে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে তিনি আতঙ্কে আছেন।

এ ব্যাপারে চকর্কীত্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হাসান আনু মিঞা জানান, তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পর সাময়িক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, স্থায়ীভাবে ভাঙনরোধ না করা গেলে আবারও ভাঙন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এজন্য তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জোর দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন বাংলানিউজকে জানান, মহানন্দার তীর রক্ষায় ও স্থায়ীভাবে ভাঙনরোধে ২২শ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভাঙনকবলিত এলাকার ৩৬ কিলোমিটার বাঁধাই করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট চেয়ারম্যানের অনুরোধে জরুরিভিত্তিতে পালপাড়ার অংশে ১২শ জিও ব্যাগ ফেলার মাধ্যমে ভাঙনরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহানন্দা তীরে ভাঙন, আতঙ্কে ৩ গ্রামের মানুষ


বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।